Tuesday, January 21, 2014

Paypal Account তৈরী করা (পর্ব-১)

Paypal Account তৈরী করাঃ

প্রথমেই আপনাকে একটি Paypal Account তৈরী করতে হবে Account তৈরীরসময় নিচের বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখবেন।

Account টি অবশ্যই USA এর ঠিকানা দিয়ে করতে হবে .
আপনার যদি National ID Card থাকে তাহলে ID Card এর অনুযায়ী নাম ব্যাবহার করবেন।


Paypal Account  Sign Up করার নিয়মঃ
১। প্রথমেই Paypal  প্রবেশ করে Signup ক্লিক করুন.
২। এখন নিচের চিত্রের মত Select করুন এবং Get Started  ক্লিক করুন।
USA এর Address এবং ফোন নাম্বার এর জন্য ক্লিক করুনব্যাবহার করতে পারেন।



৩। এখন Get Started  ক্লিক করার পরে নিচের Page আসবে। নিচের চিত্রের মত ফরম টা পূরণ করুন 

৪। সবকিছু ঠিক থাকলে Agree and Create Account ক্লিক করলে আরেক টি পেজআসবে এবং একটি Captcha Code চাইবে Captcha Code টাইপ করে Submitকরুন। ব্যাস হয়ে গেল আপনার Paypal Account এর রেজিস্ট্রেশান। এখন Email Check করে Email Verification করে নিন।
undefined

No comments:

Post a Comment