Tuesday, January 21, 2014

Paypal Account তৈরী করা (পর্ব-২)





ফ্রী Payoneer MasterCard এর জন্য আবেদন করাঃ
Payoneer হল একটি Worldwide ফ্রী মাস্টারকার্ড প্রদান কারি প্রতিষ্ঠান। Payoneerএর Prepaid ডেবিট MasterCard

এর মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানি থেকে Payment Receive করতে পারবেন। যেমনঃ Odesk, Infolinks ETC.
আজকে Payoneer নিয়ে বেশি আলোচনা করবনা। আজকে দেখাব কিভাবে Payoneer এর মাধ্যমে Paypal Account
Verify করা যায়। এবং Payoneer এর US Payment Service ব্যাবহার করে কিভাবেPaypal এর ডলার Payoneer এর মাস্টার কার্ড  আনা যায়।



Payoneer এর মাধ্যমে আপনি যেসব সুবিধা পাবেনঃ
একটি Worldwide গ্রহণযোগ্য ফ্রী মাস্টারকার্ড পাবেন। আমেরিকার একটি Virtualব্যাংক Account পাবেন। US Payment Service এর মাধ্যমে Paypal, Moneybookers, Google Addsence সহ বিভিন্ন কোম্পানি থেকে Payment গ্রহনকরতে পারবেন। Payoneer এর Virtual US Bank Account দিয়ে Paypal Account Verify করতে পারবেন।
Payoneer এর Master Card দিয়ে পৃথিবীর যেকোনো দেশের MASTERCARD Supported ATM Booth থেকে Dollar উত্তোলন করতে পারবেন। আপনার যদিআগেই Payoneer এর MASTERCARD থাকে তাহলে নতুন করে আবেদন করারদরকার নাই। সাধারনত বিভিন্ন Company এবং Payoneer এর Affiliate Referralলিঙ্ক থেকে Payoneer এর কার্ড এর জন্য আবেদন করা যায়। যেমনঃ Infolinks, Odesk, Freelancer, ইত্যাদি। যাদের অইসব কোম্পানি তে Account নাই তাদেরকেআমার Affiliate Link দিচ্ছিঃ
১। প্রথমেই নিচের লিঙ্কে প্রবেশ করে Signup করে নিনঃ PAYONEER SIGNUP LINK (এইখান থেকে Signup করলে আপনি পাবেন ২৫ ডলার ফ্রী সাথে আমিনিজেও পাব ২৫ ডলার)
NB: আপনি প্রথম ১০০ ডলার লোড করার পরে ২৫ ডলার ফ্রী পাবেন। তাই কেউশুধু ২৫ ডলার বোনাস এর আশায় হুদাই Payoneer Account খুলবেন না। আমিরেফারেল লিঙ্ক দেওার কারন হল  Payoneer এর Activation চার্জ হল ৩০ ডলারএর মত। তাই আপনি যদি Payoneer এর কার্ড ব্যাবহার করেন তাহলে এই ২৫ডলার দিয়ে অন্তত Payoneer এর Activation চার্জ টা দিতে পারবেন। )

২। উপরের লিঙ্কে ক্লিক করার পরে  ক্লিক করুন। তখন নিচের মত একটি পেজপাবেন-

৩। এখন এইখানে  টি ধাপ আপনাকে পুরুন করতে হবে।
     Cardholder details
     Card Account Information
     Registration Verification
৪। এখন Cardholder Details এর বাম পাশে ক্লিক করে সঠিক ভাবে আপনারNational ID Card/ Passport অনুযায়ী পূরণ করুন। নিচে একটি Sample দেওয়াহলঃ
First Name On Your ID: Your First Name
Last Name on Your ID: Your Last Name
Date of Birth: Your Birth Day Same to ID Card
Email Address: example@gmail.com (আপনার Email Address)
Retype Email Address: example@gmail.com (পুনরায় আপনার Email Address)
Country: Bangladesh
Home Address: Vill-Your Vill name, Word-Your Word No, P.o-Your Post Offi (আপনার বাসার ঠিকানা) -১ম লাইন
P.S-Your P.S, Your Dist Name-Your G.P CODE (আপনার বাসার ঠিকানা) -২য়লাইন
City: Your Dist Name
Zip/Postal Code: Your G.P CODE (পোস্টাল কোড)
Phone Number: +8801700000000 ( আপনার ফোন নাম্বার) – এইখানে আপনারমোবাইল নাম্বার  দিতে পারেন 
Mobile Number: +8801900000000 ( আপনার মোবাইল নাম্বার)


৫। আপনার কার্ড যদি অন্য কোন ঠিকানায় আনতে চান তাহলে উপরের চিত্রেরনিচের দিকে দেওয়া Check Box  টিক দিয়ে নতুন ঠিকানা দিনঃ




৬। এখন Card Account Information এর বাম পাশে ক্লিক করুন এবং নিচের চিত্রঅনুযায়ী তথ্য দিনঃ



৭। এখন Registration Verification এর বাম পাশে ক্লিক করুন এবং নিচের চিত্রঅনুযায়ী তথ্য দিনঃ
    * National ID Card
    * Passport
    * Driver Lisence
উপরের  টির মদ্ধে যেকোনো একটি সিলেক্ট করে ID Number দিনঃ




৮। এখন সব ঠিক ভাবে পূরণ করে Finish  ক্লিক করুন  আপনার Payoneer এরRegistration সম্পন্ন হল। এখন - দিন সময় নিবে কার্ড Approve হওয়ার জন্য।কার্ড Approve হলে আপনাকে Shipping Date মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়াহবে। সাধারনত কার্ড আসতে ২০ থেকে ৩০ দিন লাগে। DHL এর মাধ্যমে ৬০ ডলারখরচ করে  দিনে আপনার কার্ড পেতে পারেন।
Note: Registration এর - দিন মদ্ধে Payoneer আপনাকে Mail করে National ID/ Passport or Driving Lisence এর Scan কপি আপলোড করতে বলবে 

Apni যেইটা দিয়া অ্যাকাউন্ট খুলসেন অই Document Scan করে আপলোড করলে দিন এর মদ্ধে  আপনার Payoneer এর Account Approve হয়ে যাবে ইনশাল্লাহ।Approve হলে নিচের মত একটা মেইল পাবেনঃ
Dear Your Name,
Congratulations!
Your Payoneer Prepaid Debit MasterCard® card order has been approved!
Your card will be shipped by Regular mail.
Your card is estimated to arrive between 19 Apr 2014 and 26 Apr 2014
Payoneer এর Virtual US Bank Account
চিন্তা করছেন কার্ড এর জন্য আতদিন অপেক্ষা করবেন  কার্ড Approve হওয়ারসাথে সাথে আপনি পাবেন Payoneer এর US Virtual Bank Account এর ( Routing Number এবং Account Number) . কার্ড আসার আগেই আপনি এই Virtual Bank Account ব্যাবহার করে আপনার Paypal Verify করতে পারবেন। এই USA এরVirtual Bank Account কে Payoneer এর US Payment Service বলা হয়। আপনারPayoneer এর কার্ড Approve হলে আপনার Payoneer অ্যাকাউন্ট  Login করুনতাহলেই US Payment Service নামে একটা option দেখতে পাবেন 
NOTE: US Payment Service Option টা আপনার Payoneer এর অ্যাকাউন্টApprove হওয়ার পরে দেখতে পারবেন।

এখন US Payment Service  ক্লিক করার পর আপনার US Virtual Bank Account এর তথ্য পাবেনঃ





পেয়ে তো গেলেন আপনার USA এর Virtual Bank এর Routing and Account Number. এইটা হল Checking Account. এই ব্যাংক দিয়ে এখন আপনি অনায়াশেইআপনার USA এর ঠিকানা দিয়ে করা Paypal Account টি Verify করে নিতেপারবেন
Next page

No comments:

Post a Comment